মোঃ আল আমিন
ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কেন্দ্রপাড়া জেলার রাজনগর পুলিশ স্টেশনের কেরেদাগাদা গ্রামে,। ক্যান্সারের রোগে আক্রান্ত মহিলাকে পরামর্শ দেওয়া হয়। মন্দিরে রাত কাটালে ক্যান্সার কমে যাবে । পুরোহিত ও বাড়ির আত্মীয়দের কথা শুনে মন্দিরে রাত কাটাতে গিয়ে ঝামেলায় পড়েন এক নারী। ধর্মীয় স্থানেই ধর্ষণের চেষ্টা করে ধর্ষকের দল। শুধু ধর্ষণচেষ্টায় নয় খুনেরও চেষ্টা করে তিনজন পরিচয়হীন ব্যক্তি।
তবে এরই মধ্যে ঘটনায় জড়িত থাকায় ছবিন্দ্র বিনধানি এবং হাগুরা মিয়ানি নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আরেক অভিযুক্ত আসামি সর্বেশ্বর সুতার এখনও পলাতক।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই নারী ক্যান্সারে ভুগছিলেন । এরপর একদিন কিছু পুরহিত ও বাড়ির লোকেরা তাকে পরামর্শ দেয় শিবরাত্রির পূর্বে মন্দিরে রাত কাটালে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যাবে। তাদের পরামর্শে ওই নারী মন্দিরে রাত কাটাতে শুরু করে।
একদিন সেখানে তিনজন অজ্ঞাত যুবক আসে,এবং রাতে তাকে ধর্ষণের চেষ্টা করে এমনকি মেরে ফেলারও চেষ্টা করে ধর্ষকেরা। পরে ওই নারীর চিল্লা চিল্লাতে আশে পাশের মানুষ তাকে বাচাতে এগিয়ে আসে,ফলে ধর্ষকেরা তাকে রেখে পালিয়ে যায়।
পরে দুইজন আসামিকে পুলিশ গ্রেফতার করে বাকী একজনকে গ্রেফতারের জন্য তল্লাশি চালিয়ে যা

Post a Comment