আগামী জুমায় সকলে একসাথে নামাজ আদায় করবো: শায়েখে চরমোনাই

স্টাফ রিপোর্টার
গতকাল এক ভিডিও বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন। তৌহিদী জনতার জন্য মসজিদ খুলে দিন, নয়তোবা তৌহিদী জনতা নিজেই মসজিদ খুলে নিবে।

তিনি আরো বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করেছে। বাজারে অনেক লোক একসাথে জোড়া হয়, শপিংমল খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, অধিকাংশ দোকানপাট খোলা হয়েছে, তাহলে মসজিদ খোলার অনুমতি কেন দেওয়া হয়নি।
আমি বলব, আসলে ইসলামবিদ্বেষীরা মসজিদ খোলার অনুমতি দিবেন না, বরং মুসলমানদের মসজিদ নিজেই খুলে নিতে হবে।

শাইখ আরো বলেন, যদি সরকার মসজিদ খুলে দেয় তো ভালো কথা। নয়তোবা আমরা আগামী জুমাই সকলে একত্রিত হয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ।

আমি সরকারকে বলব, যদি আপনার ইজ্জত সম্মান নিজের অবস্থানে রাখতে চান তাইলে ঘোষণা দিন আগামী জুমায় মসলমানরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করবে যদি আপনি ব্যর্থ হন তাহলে মুসলমানরা তাদের সিদ্ধান্ত নিয়ে নিবে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget