কওমি মাদরাসা দেওবন্দের উসুল বিসর্জন দিয়ে সরকারি অনুদান গ্রহণ করতে পারে না ।


২মে,সরকারি অনুদান নিয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়

সভায় সভাপতিত্ব করেন, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য দারুল উলুম দেওবন্দের নীতির আদর্শকে বিসর্জন দেয়া হবে, যদি সরকারি অনুদান গ্রহণ করা হয়।
এ বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনা করে,
এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সরকারি অনুদান গ্রহণ করা হবে না
তাই অনুদান গ্রহণ থেকে বিরত থাকার জন্য সকল কওমি মাদরাসার দায়িত্বশীলদের প্রতি আহবান জানানাে হয়।

দারুল উলুম দেওবন্দের ৮টি মূলনীতির ভিতরে অন্যতম একটি মূলনীতি হলো, যেকোনো পরিস্থিতিতে সরকারি অনুদান গ্রহণ করা থেকে বিরত থাকা
সুতরাং এই মূলনীতিকে বিসর্জন দিয়ে দেশের কোনাে কওমি মাদ্রাসা সরকারী অনুদান গ্রহণ করতে পারে না।
নেতৃবৃন্দ আরাে বলেন,
ঐতিহাসিক সেই মূলনীতি এবং কওমী মাদরাসার সংবিধান উপেক্ষা করে আমরা কোনোভাবেই সরকারি অনুদান গ্রহণ করতে পারি না। কওমি মাদরাসার দায়িত্বশীলদের প্রতি বিশেষ আহবান, ক্ষণিকের সঙ্কট উত্তরণে সরকারি অনুদান গ্রহণ করে অদৃষ্টিকালের জন্য কুদরতি সাহায্যের রাস্তা বন্ধ করবেন না।

বেফাকের সম্মানিত সভাপতি আল্লামা আহমদ শফি এর সাথে যােগাযােগ করা হলে তিনি এই সিদ্ধান্তকে অনুমোদন করেন।

বৈঠকে মারা উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস, হযরত মাওলানা ছফিউল্লাহ, হযরত মাওলানার নূর হােসাইন কাসেমী, হযরত মাওলানা মনিরুজ্জামান হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, হযরত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, প্রমুখ।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget