আমেরিকা যাওয়ার সহজ কিছু উপায়!


ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মানুষের জন্য আমেরিকা যাওয়াটা কঠিন হয়ে পড়েছে, ট্রাম প্রশাসন নীতিতে অনেক বড় পরিবর্তন এনেছে তবে এর মাঝেও আমেরিকা যাওয়ার জন্য অনেক সহজ পদ্ধতি রয়েছে যেমন চাকরির জন্য অথবা পরিবারের কেউ আমেরিকা থাকে এমন লোকের জন্য অথবা শিক্ষাক্ষেত্রে ভিসা পাওয়াটা অনেক সহজ,
আমেরিকা ভিসা পাওয়ার জন্য বেশকিছু স্তর রয়েছে যার মাঝথেকে সহজকিছু স্তর নিয়ে আলোচনা করা হলো,
যারা আমেরিকান ভিসা পেতে আগ্রহী তাদের জন্য সহজ হলো "ইবি সিরিজ" ইবি সিরিজের 5 টি ক্যাটাগরির রয়েছে এর মাঝে যেকোনো ক্যাটাগরিতে ভিসার আবেদন করে আমেরিকা যাওয়া যেতে পারে,

ইবি°১ যদি কোন ব্যক্তির উচ্চতর শিক্ষা বা ব্যতিক্রমী কোন দক্ষতা থাকে তাহলে তিনি স্থায়ী চাকরির জন্য আবেদন করতে পারে তবে সেক্ষেত্রে আমেরিকান কোন কোম্পানি থেকে তার জন্য চাকরির অফার থাকতে হবে।
ইবি°২- অথবা যদি কোন ব্যক্তির কোনো বিষয় বা কাজে অসাধারণ দক্ষতা থাকে অথবা কোন বিষয়ে ভালো গবেষক হয় এবং তার জন্য আমেরিকান কোন কোম্পানি থেকে চাকরির অফার থাকে তাহলে সে আমরিকান ভিসার জন্য আবেদন করতে পারবে।

ইবি°৩ এই ক্যাটাগরিতে দক্ষ প্রফেশনাল বা দক্ষ কর্মী আমেরিকান ভিসার জন্য আবেদন করতে পারে তবে এক্ষেত্রে উক্ত ব্যক্তি আমেরিকায় যেতে পারবে যদি ওই কাজের জন্য আমেরিকান কোন লোক সহজে না পাওয়া যায়, যদি পাওয়া তাহলে সে ব্যক্তি যেতে পারবে না,

ইবি°৪ এই ক্যাটাগরিতে বিশেষ কোনো লোক অথবা বিশেষ কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেমন, কোন ডাক্তার-সশস্ত্রবাহিনীর সদস্য, অথবা কোন ধর্মের লোক, বা ইরাক ও আফগানিস্তানের ভাষা জানেন অথবা ইংরেজি অনুবাদ করতে পারে এমন ব্যক্তি, উক্ত ক্যাটেগরীতে আমেরিকান ভিসার জন্য আবেদন করতে পারে তবে এক্ষেত্রে কোন কোম্পানি থেকে চাকরির লেটারের এর প্রয়োজন হয় না।

ইবি°৫- এই ক্যাটাগরিতে ভিসা পেতে হলে উক্ত ব্যক্তির আমেরিকা গিয়ে ব্যবসা করার অর্থ থাকতে হবে এবং কমপক্ষে 10 জন আমেরিকানকে চাকরি দেওয়ার সামর্থ্য থাকতে হবে ইবি ৫ ক্যাটাগরিতে ভিসা পেতে বাংলাদেশি হিসাবে কমপক্ষে চার কোটি টাকা বা তার থেকে বেশি বিনিয়োগ করার মত সামর্থ্য থাকতে হবে তাহলে সে এই ক্যাটাগরিতে ভিসার আবেদন করতে পারবে।

তবে উপরের পাঁচটি স্তরে যদি তবে উপরের পাঁচটি স্তরে যদি কোন ব্যক্তি উপযোগী না হয় তাহলে তার জন্য আরও কিছু সহজ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে সে আমেরিকান ভিসার আবেদন করতে পারে
সেগুলো হচ্ছে;

১/ কর্মসংস্থানভিত্তিক কাজের প্রস্তাব:
আমেরিকান কোন কোম্পানি যদি কোন ব্যক্তি কাজের অফার দিয়ে লেটার পাঠান, সেক্ষেত্রে ওই ব্যক্তি আমেরিকা যাওয়ার ভিসার আবেদন করতে পারে তবে এক্ষেত্রে যে কোম্পানি আমেরিকা যাওয়ার লেটার পাঠাবে তাকে আমেরিকান অ্যাম্বাসিতে তাকে নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে হবে,

২/ আমেরিকায় পরিবারের কোন লোক থাকা;
যদি আপনার পরিবার কোন লোক আমেরিকার বৈধ নাগরিকত্ব থাকে তাহলে সেই ব্যক্তি সহজেই তার পরিবারের যে কোন লোককে আমেরিকা নিয়ে যেতে পারে, নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারবে

৩/ আমেরিকান কোন বৈধ নাগরিকত্ব প্রাপ্ত কোন ব্যক্তির সাথে যদি কারো বিবাহ হয় তাহলে সে তাকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে শর্ত হলো তাদের বিবাহের কমপক্ষে দুই বছর পার হতে হবে।
৪/ স্টুডেন্ট ভিসা; আপনি আমেরিকার লেখাপড়া করার জন্য ভিসা পেতে পারেন, তবে এক্ষেত্রে আপনি স্থায়ীভাবে থাকার জন্য ভিসা পাবেন না,কিন্তু যদি আমেরিকা থাকাকালীন কোন কোম্পানি থেকে চাকরির অফার আসে, তাহলে দেশে এসে আবার পুনরায় স্থায়ীভাবে থাকার জন্য যাওয়া যেতে পারে।
এই সমস্ত নিয়মে সহজেই আমেরিকা যাওয়া যাবে

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget