আপনার ফোন পাবলিক প্লেসে চার্জ করলেই হ্যাক হতে পারে!


এখন স্মার্টফোনে প্রযুক্তির প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে। অফিস আদালত বিনোদন খেলা সঙ্গে জীবনযাপন। কি নেই স্মার্টফোনে। অনেক কিছুই হাতের মুঠোয় চলে এসেছে স্মার্টফোনের সাহায্যে। কিন্তু আপনার অজান্তেই সেই স্মার্টফোনের মাধ্যমেই আবার আপনার সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

নিয়মিত আপনি যদি আপনার মোবাইল ফোন অথবা ট্যাব পাবলিক প্লেসে যেমন-বাসস্টপ এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এর মতো জায়গায় থাকা চার্জিং পয়েন্টে চার্জ করে থাকেন, তাহলে সতর্ক হওয়ার সময় এসে গেছে। কারণ হ্যাকাররা বর্তমানে এসব চার্জিং পয়েন্টগুলোই টার্গেট হিসেবে নিচ্ছে ।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়,একদিনে আপনি হয়তো ফোন চার্জে দিচ্ছেন, আর অন্যদিকে আপনার মোবাইলে থাকা যাবতীয় তথ্য হ্যাকারদের কাছে চলে যাচ্ছে।

জুস জ্যাকিং

আসলে ‘জুস জ্যাকিং’ বলে একটি হ্যাকার সিস্টেমকে। যার দ্বারা আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেট হ্যাক করছে। চার্জিং ক্যাবেলে যদি ভাইরাস থাকে তাহলে আপনার ফোনের ডাটার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। পাবলিক চার্জিং পয়েন্টে যদি আপনি নিজের ফোনের চার্জার দিয়েও চার্জ করেন তাহলেও জুস জ্যাকিংয়ের মাধ্যমে আপনার ফোনকে হ্যাকাররা হ্যাক করে ডাটা চুরি করতে পারবে।

হ্যাকারদের কাছে আরেকটা পদ্ধতিও আছে তাহলো ফোনে ভাইরাস ঢুকিয়ে ডাটা চুরি। এই পদ্ধতিতে ফোনে ভাইরাস ঢুকিয়ে সঙ্গে-সঙ্গে ডাটা চুরি করা হয় না। আস্তে-আস্তে আপনার যাবতীয় তথ্য হ্যাকাররা সংগ্রহ কিরে যেমন আপনি কার সঙ্গে দেখা করছেন, কোথায় যাচ্ছেন, কি কথা বলছেন এই সব তথ্য হ্যাকাররা জেনে ফেলে। শুধু তাই নয় ভাইরাসের মাধ্যমে হ্যাক করে ফোনের মাইক্রোফোন ক্যামেরাও,হ্যাক করে ব্যবহার করতে পারে হ্যাকাররা। আপনার যাবতীয় ডাটা চুরি করে আপনার কাছে টাকাও চাইতে পারে হ্যাকাররা।

হ্যাকিং থেকে বাঁচার উপায় হলো:

– আপনাকে বিশেষভাবে সতর্ক থেকে মোবাইল চার্জ করতে হবে

– কোথাও যাওয়ার সময় আপনার ফোন ফুল চার্জ করে বের হন। ফোন চার্জ না করতে পারলে সাথে পাওয়ার ব্যাংক রাখুন।

– বিশেষ ধরনের ইউএসবি ক্যাবল ব্যবহার করতে পারেন। কারন এই সমস্ত ক্যাবলগুলো শুধু চার্জিং পিনকে পোর্টের সাথে কানেক্ট করে। ডাটা মোডকে কানেক্ট করে না।

সবচেয়ে বড় কথা হলো একটু সতর্ক থাকুন। আর চার্জ শেষ হয়ে গেলে কোনো বিশেষ প্রয়োজন না থাকলে দিনে কিছু সময় মোবাইল ছাড়া কাটানোর অভ্যাসও করতে পারেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget