পঙ্গপাল যেভাবে ফসল নষ্ট করে


পঙ্গপাল এক ধরণের ঘাসফড়িং এর মত। ডিম থেকে বের হয়ে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে,পরিপূর্ণ একটি পতঙ্গে পরিণত হতে।

পঙ্গপাল এর পাখা থাকে না - কাজেই এটি লাফিয়ে লাফিয়ে চলে।

পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হওয়ার পর, অত্যন্ত দ্রুত বংশবিস্তার করে এবং বিশাল ঝাঁক তৈরি করে।

পঙ্গপাল যেদিক দিয়ে যায় সেদিকে যত গাছপালা, খাওয়ার উপযোগী জিনিস রয়েছে সবকিছু ধ্বংস করে দেয়। বড় একটি যাকে এক হাজার কোটি পর্যন্ত পোকা থাকতে পারে, এবং প্রতিদিন 200 কিলোমিটার এর বেশি অতিক্রম করতে পারে।

একটি এলাকায় তাদের খাবার শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই দলবেঁধে সেখান থেকে চলে যায় তারা।

যে এলাকায় বেশি বৃষ্টি হয় অর্থাৎ শস্য উৎপাদনের জন্য আদর্শ জায়গা সে সমস্ত জায়গাতে পঙ্গপাল বেশি অগ্রসর হয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা'র তথ্য অনুযায়ী,
একটি এলাকাতে এক কিলোমিটার জায়গা নিয়ে পঙ্গপাল যে পরিমাণ ফসল নষ্ট করে তা দিয়ে 35 হাজার মানুষকে এক বছর খাওয়ানো সম্ভব |

প্রসঙ্গত। টেকনাফে যে পুকা পাওয়া গেছে তা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান বলেন,
এই প্রকার বৈশিষ্ট্য দেখে আফ্রিকার আঘাত হানা ভয়াবহ পঙ্গপাল বলে মনে হচ্ছে না

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget