আলোর দিশারি নামক ওয়েবসাইট এর নীতিমালা (Privacy Policy) বর্ণিত হল। সাইট এর প্রয়োজনে এটা পরিবর্তন হতে পারে। এ সম্পর্কে যেকোনো মতামত বা পরামর্শ জানাতে চাইলে ইমেইলে robinahmed0196636@gmail.com
এড্রেসে জানানোর জন্য অনুরোধ অনুরোধ করা হলো
- ইমেইল সাবস্ক্রিপশন সেবার জন্য আমরা অটোম্যাটিকের জেটপ্যাক ব্যবহার করি। আমরা কখনোই স্প্যামিং করিনা। আমরা অটোম্যাটিকের নিরাপত্তার ওপর আস্থা রাখি, এবং আমরা নিজেরা ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা দেয়ায় সদা সচেষ্ট। আপনি চাইলে যেকোনো সময় আমাদের প্রেরিত ইমেইল ওপেন করে সেখান থেকে সাবস্ক্রিপশন নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারেন।
- সাইটে তৃতীয় পক্ষের কোন বিজ্ঞাপন প্রদর্শিত হয়না,
- এই ওয়েবসাইটে তথ্যসূত্র সরবরাহের উদ্দেশ্যে অন্যান্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। তবে আমাদের সাইটে বাছাই করে পোস্ট করা হয়।
- আমাদের সাইট দেশ ও বিদেশ এর খবর প্রচার করা হয়,তাই যদি কেউ কোন নিউজ আমাদের সাইটে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন
- সাইটে প্রত্যেকেই নিজ নিজ মন্তব্য ও পোস্ট/কনটেন্টের জবাবদিহিতা/কপিরাইট সংরক্ষণ করবেন। সাইট অ্যাডমিন চাইলে, কমিউনিটির স্বার্থে ক্ষতিকর/বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পাদন করার অধিকার রাখেন।
- আমরা এই ওয়েবসাইট ও এর সম্ভাব্য আওতাধীন সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমরা সত্যের সাথে সত্যের অনুসন্ধান করতে চেস্টা করি,এ ব্যাপারে সবার সহযোগিতা একান্ত কাম্য।
Post a Comment