এরদোগান বলেন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন জনগণের সেবা করে যাব:
আজ রোববার এক টুইটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান তুর্কি জনগণের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ যতদিন জীবিত রাখবেন এবং শক্তি-সামর্থ দান করবেন ততদিন পর্যন্ত জনগণের খেদমত করে যাব।
মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা আরো বলেন,
তুর্কিদের সমর্থন থাকলে আমরা জনগণের অনেক খেদমত করতে পারবো,এবং এই পথে আরও অনেক দূর অগ্রসর হব।
জনপ্রিয় এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যে পথে চলছি তা আমাদের উত্তরসূরীদের পথ,এই পথ ভবিষ্যতে সভ্য জাতি বিনির্মানে সহায়ক হবে, আমরা এই পথ থেকে সরে দাঁড়াব না। যে এই পথ থেকে বিচ্যুত হবে- সেই দায়ভার তার।

Post a Comment