April 2020


কলেজ থেকে বাসায় এসে ঢুকতেই
মা হাতের ইশারায় বুঝালো
যেন কোন শব্দ না করি।
আমি চুপিচুপি মার কাছে গিয়ে আস্তে করে বললাম,
-- কি হয়েছে মা? বাবা কি রেগে আছে?
মা বললো,
~ না, তোর আপুর হোস্টেলে কি যেন ঝামেলা হচ্ছে তাই বাসায় চলে এসেছে। বাসায় আসার পর থেকে না কি খুব মাথা ব্যাথা করছে। এখন ঘুমিয়ে আছে। তুই আর কোন ডিস্টার্ব করিস না...
আমি মার কথা শুনে শুধু মুচকি হাসলাম। তারপর কিছু না বলে আমার রুমে চলে এলাম। পা থেকে মোজা গুলো খুললাম। শেষবার কবে মোজা ধুয়েছি আমার নিজের মনে নেই। নিজের মোজার গন্ধে নিজেই থাকতে পারছি না৷
মোজা গুলো নিয়ে চুপিচুপি আপুর রুমে গেলাম। দেখি আপু হা করে ঘুমাচ্ছে। সুন্দর করে আমার মোজা গুলো আপুর মুখের কাছে রেখে বাহির থেকে আপুর রুম লক করে এসে পড়লাম...
কতক্ষণ পর আপুর রুম থেকে ধুমধুম শব্দ হতে শুরু হলো। মা তাড়াতাড়ি দরজা খুলতেই আপু চিৎকার করে বলতে লাগলো,
- তোমায় বলেছিলাম না তোমার এই কুত্তা ছেলে যেন আমার রুমে না আসে তারপরও এই খাটাশ এসে আমার মুখে নোংরা মোজা গুলো রেখে গেছে। মোজার গন্ধে আমার দম আটকে গিয়েছিলো..
আমি তখন বললাম,
-- মোজা গন্ধ করবে কেন? মাত্র ৪০ দিন আগেই তো মোজা ধুয়েছি...
এই কথাটা বলে আমি কোন রকম আপুর চোখের সামনে থেকে চলে গেলাম তা না হলে আমার পিঠে কয়েকটা ধুমধাম পড়ে যেত...
বিকালে যখন বাসার বাহিরে যাবো তখন আপু ডেকে বললো,
--পিয়াস, আমার ফোনে ১০০ টাকা লোড করে দিস তো।
আমি আপুর থেকে টাকাটা নিলাম...
সন্ধ্যায় যখন বাসায় ফিরি তখন আপু বললো,
-- কি রে, তকে কখন বললাম টাকা লোড দিতে। এখনো তুই লোড দিস নি?
আমি অবাক হয়ে বললাম,
-- তুই না নিজের মুখে বললি, এই নে ১০০ টাকা তোর হাত খরচের জন্য দিলাম। আমি তো খরচ করে ফেলেছি..
আপু রাগে লাল হয়ে মা কে ডেকে বললো,
-- তোমার এই বান্দর ছেলেকে আমার ফোনে টাকা লোড করতে দিয়েছিলাম। কিন্তু এই বান্দর আমার ফোনে টাকা না দিয়ে নিজে খরচ করে ফেলেছে।
আপুর কথা শুনে মা বললো,
-- তুই তো জানিস এটা এক নাম্বারের চুর আর বাটপার। তারপরও ওকে টাকা দিতে গেলি কেন?
রাতে আপুর রুমে এসে দেখি আপু পড়ছে। আমি আপুকে বললাম,
-- আপু একটু ভিতরে আসবো?
আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো,
--তোর মতলবটা কি? কখনো তো আমার রুমে ঢুকার সময় অনুমতি নিস না। আজ হঠাৎ নিচ্ছিস যে...
আমি মাথাটা নিচু করে বললাম,
--আপু আজ আমার রেজাল্ট কার্ড দিয়েছে। আমি ফিজিক্সে ফেল করেছি...
আপু হাসতে হাসতে বললো,
- খুব ভালো হয়ছে। এখন আমি বাবাকে বলে তকে ইচ্ছে মত মার খাওয়াবো। আমার সাথে এমন বান্দরগিরি করিস। এখন বুঝাবো মজা...
এমন সময় বাবা রুমে এসে আমাকে বললো,
~ কি রে, তোর না আজ রেজাল্ট কার্ড দেওয়ার কথা ছিলো?
আমি বলার আগেই আপু বললো,
- না বাবা এখনো দেয় নি। আর রেজাল্ট কার্ড দেখে লাভ কি? আজকাল কলেজগুলোতে অনেক কঠিন প্রশ্ন করে। আমি পিয়াসের ফিজিক্স আর কেমিস্ট্রি প্রশ্নটা দেখেছিলাম। আমি শিওর কলেজের সবাই এই দুই বিষয়ে ফেল করবে। এতই কঠিন প্রশ্ন হয়ছে ।
বাবা আপুর কথা শুনে আস্তে আস্তে বললো,
~ একটু তো প্রশ্ন কঠিন করেই।
এই কথা বলে বাবা রুম থেকে চলে গেলো। আমি আপুর দিকে তাকিয়ে বললাম,
-- তোর মত একটা বোন থাকলে এইদেশে ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হতো। কারণ সব বিজ্ঞানীরাই কোন না কোন বিষয় ফেল করেছে।
আমার কথা শুনে আপু আমার পিঠে কষে থাপ্পড় মেরে বললো,
-ফিজিক্সে ফেল করে আবার বিজ্ঞানী হবে। এইবারের মত বাঁচিয়ে দিলাম নেক্সট টাইম আর বাঁচাবো না। এখন যা সামনে থেকে...
২০ মিনিট ধরে আপুর ব্যাগ জিনিসপত্র বহন করে আপুকে গাড়িতে তুলে দিলাম। বাস যখন ছেড়ে যাবে তখন আপুকে বললাম,
--আপু এত কষ্ট করে তোর ব্যাগ গুলো নিয়ে এসেছি কিছু টাকা তো দে..
আপু মুচকি হেসে বললো,
- তুই কুলি না কি যে টাকা চাইছিস?
আপুর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেলো। রাগে চলে আসলাম অবশ্য আপু পিছন থেকে ডেকেছিলো কিন্তু আমি শুনি নি...
সকালে হঠাৎ আমার ফোনে একটা মেসেজ দেখে চমকে উঠলাম। কে যেন আমার বিকাশে ১০ হাজার টাকা পাঠিয়েছে। তার কিছুক্ষণ পর আপু ফোন দিয়ে বললো,
- কি রে, টাকা পেয়েছিস?
আমি অবাক হয়ে বললাম,
-- এত টাকা পাঠিয়েছিস কেন?
আপু হেসে বললো,
- তুই না নতুন ফোন কিনতে চেয়েছিলো তাই টিউশনির টাকা পেয়ে তকে দিয়ে দিলাম। আর ৫ হাজার টাকা কয়েকদিন পর দিচ্ছি। তখন ১৫ হাজার টাকা দিয়ে একটা নতুন ফোন কিনে নিস...
আমি খুশিতে চিৎকার করে আপুকে বললাম,
-- আপু, প্লিজ আর কিছু টাকা বাড়িয়ে দিস। ১৮ হাজার টাকা দিয়ে নতুন মডেলের একটা ফোন কিনবো...
কিন্তু আপু আমার কোন কথায় শুনে নি। শুধু হ্যালো হ্যালো করতে লাগলো। এমন সময় শুনি কেউ একজন আপুকে বলছে, কি রে আর কত এই নষ্ট টেপ মারা ফোনটা ব্যবহার করবি। এইবার তো নতুন একটা ফোন কিন...
আপুর ফোনের হয়তো স্পিকার নষ্ট হয়ে গেছে। তাই আমার কথা শুনতে পারছে না। কিন্তু আমি ঠিকিই আপুর কথা গুলো শুনছি...
মুহূর্তের জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর ভাই মনে হলো। বোনের থেকে সবসময় কিছু না কিছু আবদার করি আর আমার বোন যে একটা নষ্ট ফোন ব্যবহার করে সেটা কখনো খেয়ালই করি নি...
আপুর ১০ হাজার টাকা আর আমার পুরাতন ফোন বিক্রি করে ৬ হাজার টাকা আর ২ হাজার টাকা বাবার পকেট থেকে চুরি করে ১৮ হাজার টাকা দিয়ে একটা স্যামসাং নতুন মডেলের একটা ফোন কিনলাম...
আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে। আপুকে ফোন দিয়ে বলেছি নিচে আসতে। আপু নিচে এসে আমাকে দেখে অবাক হয়ে বললো,
- তকে কতবার বলেছি একটু ভালো করে পড়াশোনা কর কিন্তু তা তো করিস না। এখন নিশ্চয়ই বাবা তকে মেরেছে তাই না?
আমি কিছু না বলে আপুর দিকে ফোনটা বাড়িয়ে দিলাম।
আপু ফোনটা দেখে অবাক হয়ে বললো,
- তুই নতুন ফোন কিনেছিস? কিন্তু বাকি টাকা কোথায় পেলি?
আমি বললাম,
-- পুরাতন ফোনটা বিক্রি করে দিয়েছি আর বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেছি...
আপু রেগে গিয়ে বললো,
- ওই বান্দর তুই চুরি করতে গেলি কেন? আমি তো কয়দিন পর টাকা এমনিতেই পাঠাতাম..
আমি আপুকে বললাম,
-- ফোনটা তোর জন্য কিনেছি। কয়দিন পর আমার পরীক্ষা। এখন ফোন থাকলে পড়া হবে না। ডাক্তার বোনের ভাই পরীক্ষায় ফেল করলে মান ইজ্জত যাবে...
আপু কান্না করছে। আমি আপুকে বললাম,
-- কাঁদছিস কেন?
আপু কাঁদতে কাঁদতে বললো,
- আমার হাদা ভাইটা বড় হয়ে গেছে তো সেই কষ্টে কান্না করছি...
আপু এখনো বসে আছে আমি চলে যাচ্ছি। হঠাৎ পিছন ফিরে আপুকে বললাম,
-- আর যদি কখনো টেপ মারা মোবাইল ব্যবহার করিস তোর খবর আছে। মনে রাখিস তোর একটা ভাই আছে...
আমার কথা শুনে আপু হেসে দিলো। চোখে জল আর মুখে মিষ্টি হাসি। খুব অদ্ভুত রকম সুন্দর লাগছে আপুকে..
I'm Sorry apu..
মাফ করে দিস আমাকে
অনেক ভালবাসি তোকে কিন্তু বুঝাতে পারি না

আত্মবিশ্বাস! জীবন গড়ার গল্প,
উক্ত গল্পটি আশা করি
সবার ভাল লাগবে
আমাদের নতুন নতুন ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল বাটনটি all করে দিন


Love story
Don't be sad
Onopreronar golpo
Golpo-Kotha
Jibon golpo
Nice story

ফিমেল কন্ঠে চমৎকার ভালবাসার কবিতা শুনতে ক্লিক করুন 👇👇👇

https://youtu.be/tpCqFXMzqeA

ভাই বোনের দুষ্ট মিস্টি ঝগড়া ক্লিক👇👇

https://youtu.be/eG4wLE2-5Uc

অনুপ্রেরণার গল্প পড়তে ক্লিক 👇👇

 https://youtu.be/B0Jz3hadguk

গল্প দিতে যোগাযোগ করুন,👇👇

ইমেইলঃ www.sadin11@gmail.com

ভিসা ছাড়াই যেতে পারবেন ৪১টি দেশে

জানুয়ারি ৪, ২০২০

১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে এবং এদের মাঝে প্রথমেই আছে জাপানি পাসপোর্ট!

ভ্রমণের পরিকল্পনায় প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ভিসা জটিলতা। বাংলাদেশ ছোট্ট দেশ হলেও পাসপোর্টের অগ্রাধিকারে বিশ্বের অনেক দেশই আছে যেখানে ভ্রমণে লাগবে না বাঙালি পাসপোর্টধারীদের কোনো ভিসা। শুধু বৈধ পাসপোর্ট হলেই যাওয়া যাবে ৪১টি দেশে।

গতকাল বুধবার পাসপোর্টের আন্তর্জাতিক সূচক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। ওই সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। সূচকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৭৯তম। পাকিস্তান রয়েছে ১০২ এ।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে প্রতিবছর হ্যানলি অ্যান্ড পার্টনার্স এ তালিকা তৈরি করে। দেশভিত্তিক কে কতগুলো দেশে ভ্রমণ করতে পারবে সেই অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমানুসারে তালিকা দেওয়া রয়েছে সূচকে।

সর্বোচ্চ ১৯০ দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা নিয়ে তালিকার প্রথম স্থান দখল করেছে জাপানি পাসপোর্ট। যুগ্মভাবে দ্বিতীয় সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ান পাসপোর্ট (ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৯ টি দেশ)। তিন মাস পরপর প্রকাশিত সূচকে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থানটি দখল করে আছে জাপান।

২০১৭ সালে চীনের অবস্থান ৮৫তম থাকলেও এবছর তারা উঠে এসেছে ৬৯তম স্থানে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ষষ্ঠ।

সূচকে সেরা পাঁচ হল জাপান (১৯০ দেশ), সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া (১৮৯ দেশ), ফ্রান্স ও জার্মানি (১৮৮ দেশ), ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি ও সুইডেন (১৮৭ দেশ) এবং লুক্সেমবার্গ ও স্পেন (১৮৬ দেশ)।

সূচকে সবচেয়ে কম ভ্রমণের অনুমতিতে আছে পাঁচ- আফগানিস্তান ও ইরাক (৩০ দেশ), সোমালিয়া ও সিরিয়া (৩২ দেশ), পাকিস্তান (৩৩ দেশ), ইয়েমেন (৩৭ দেশ) এবং ইরিত্রিয়া (৩৮ দেশ)।

দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স এর প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলাদেশ বিশ্বের যে ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে সেগুলো হচ্ছে –

এশিয়ার মহাদেশের – ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর।

আফ্রিকার মহাদেশের – বেনিন, কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিসিলি, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

আমেরিকার মধ্যে রয়েছে শুধুমাত্র বলিভিয়া

ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, ত্রিভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ ও টোব্যাগো।

ভ্রমণে মনের আনন্দ লাভ হয় জ্ঞান অর্জনও হয়। তাই প্রতি বছর অল্প অল্প করে সঞ্চয় করে ছুটিতে স্বাধীনভাবে পাড়ি জমাতে পারেন এই ৪১ টি দেশে।

বিয়ের দাবিতে ছেলের বাড়িতে মেয়ের অবস্থান



সোমবার সকাল ১০ টাই। হঠাৎ করে ছেলের বাড়ীতে মেয়ে বিয়ের দাবি নিয়ে আগমন করেন।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় চিলাহাটি ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া গ্রামের তিস্তাপাড়ার মফিজল এর মেয়ে এস কে ময়না (১৮) বিয়ের দাবি নিয়ে মোঃ সামছুদ্দিন এর ছেলে মোঃ ফরহাদ হোসেন(২৩) এর বাড়ীতে উপস্থিত হয়।

ময়না জানান, সে মোঃ ফরহাদ হোসেন এর সাথে আগে থেকে যোগাযোগ করে তার বাড়িতে আসে। আসার পর ফরহাদ কে না পেয়ে সে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। ফরহাদের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বাড়ী থেকে বের করে দেয়। সে জানায় তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আছে। ফরহাদ আমাকে বিয়ে করতে রাজি কিন্তু তার পরিবারের চাপে সে আমার সাথে দেখা করতে পারে নাই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ময়না ফরহাদের বাড়ীর পাশে সুপারি গাছের তলায় বসে আছে। সেই সময় দেবীগঞ্জ থানা এস আই মোঃ হাফিজ ও এ এস আই আব্দুর রহিম এর নেতৃত্বে পুলিশের একটি দল ময়না কে উদ্ধার করে চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দেবীগঞ্জ থানার এস আই মোঃ হাফিজ বলেন চিকিৎসার জন্য ময়নাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে ফরহাদ এখনো পলাতক। তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উদ্ধারের সময় উপস্থিত ছিলেন ভাউলাগঞ্জ ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

মোঃ আল আমিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন হাই কোর্টে দাখিল করেন,বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়। এর উপর ভিত্তি করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিনের বিষয়ে আদেশ আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দেয়া হয়। তবে খালেদা জিয়ার আইনজীবীরা উক্ত নির্ধারিত সময় পিছিয়ে দেয়ার আবেদন করেছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি লড়েন বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন। জিয়ার বিপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি লড়বেন।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget