ভিসা ছাড়াই যেতে পারবেন ৪১টি দেশে
জানুয়ারি ৪, ২০২০
১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে এবং এদের মাঝে প্রথমেই আছে জাপানি পাসপোর্ট!
ভ্রমণের পরিকল্পনায় প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ভিসা জটিলতা। বাংলাদেশ ছোট্ট দেশ হলেও পাসপোর্টের অগ্রাধিকারে বিশ্বের অনেক দেশই আছে যেখানে ভ্রমণে লাগবে না বাঙালি পাসপোর্টধারীদের কোনো ভিসা। শুধু বৈধ পাসপোর্ট হলেই যাওয়া যাবে ৪১টি দেশে।
গতকাল বুধবার পাসপোর্টের আন্তর্জাতিক সূচক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। ওই সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। সূচকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৭৯তম। পাকিস্তান রয়েছে ১০২ এ।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে প্রতিবছর হ্যানলি অ্যান্ড পার্টনার্স এ তালিকা তৈরি করে। দেশভিত্তিক কে কতগুলো দেশে ভ্রমণ করতে পারবে সেই অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমানুসারে তালিকা দেওয়া রয়েছে সূচকে।
সর্বোচ্চ ১৯০ দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা নিয়ে তালিকার প্রথম স্থান দখল করেছে জাপানি পাসপোর্ট। যুগ্মভাবে দ্বিতীয় সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ান পাসপোর্ট (ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৯ টি দেশ)। তিন মাস পরপর প্রকাশিত সূচকে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থানটি দখল করে আছে জাপান।
২০১৭ সালে চীনের অবস্থান ৮৫তম থাকলেও এবছর তারা উঠে এসেছে ৬৯তম স্থানে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ষষ্ঠ।
সূচকে সেরা পাঁচ হল জাপান (১৯০ দেশ), সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া (১৮৯ দেশ), ফ্রান্স ও জার্মানি (১৮৮ দেশ), ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি ও সুইডেন (১৮৭ দেশ) এবং লুক্সেমবার্গ ও স্পেন (১৮৬ দেশ)।
সূচকে সবচেয়ে কম ভ্রমণের অনুমতিতে আছে পাঁচ- আফগানিস্তান ও ইরাক (৩০ দেশ), সোমালিয়া ও সিরিয়া (৩২ দেশ), পাকিস্তান (৩৩ দেশ), ইয়েমেন (৩৭ দেশ) এবং ইরিত্রিয়া (৩৮ দেশ)।
দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স এর প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলাদেশ বিশ্বের যে ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে সেগুলো হচ্ছে –
এশিয়ার মহাদেশের – ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর।
আফ্রিকার মহাদেশের – বেনিন, কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিসিলি, সোমালিয়া, টোগো ও উগান্ডা।
আমেরিকার মধ্যে রয়েছে শুধুমাত্র বলিভিয়া
ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, ত্রিভালু ও ভানুয়াতু।
ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ ও টোব্যাগো।
ভ্রমণে মনের আনন্দ লাভ হয় জ্ঞান অর্জনও হয়। তাই প্রতি বছর অল্প অল্প করে সঞ্চয় করে ছুটিতে স্বাধীনভাবে পাড়ি জমাতে পারেন এই ৪১ টি দেশে।

Post a Comment